January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 8:07 pm

খুলনায় বিএনপির ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন- যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।

মামলার বাদী খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

—-ইউএনবি