খুলনার দৌলতপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে তারা দুজন খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গুলি করে। এসময় তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব