December 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 29th, 2025, 6:07 pm

খুলনায় মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের সরব উপস্থিতি

খুলনা ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকেই খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন।

সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ হাফি মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে খুলনা-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

খুলনা-২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলালও এদিন তার মনোনয়নপত্র জমা দেন। একইসঙ্গে খুলনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বিএনপির পক্ষ থেকেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আলী আজগর লবী তার মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যান্য প্রার্থীরাও দলে দলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হচ্ছেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।