খুলনা ব্যুরো:
খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক (৩৫) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মশিয়ার রহমানের ছেলে।হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সূত্রে খবর আসে যে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে।
ওই তথ্যের ভিত্তিতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গত কয়েক বছরে খুলনায় এটিই সবচেয়ে বড় ইয়াবার চালান। এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল রাতে ১৫ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়েছিল।
আটক ওমর ফারুককে আরও জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের পেছনের গডফাদারদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার