বিএনপি বলেছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে আজ সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে দল ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য এহতেশামুল হক শাওন বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে এ পর্যন্ত ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন মামলার আসামি।
১৮ অক্টোবর সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর