December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 7:04 pm

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ’ গ্রেফতার

খুলনায় ৮টি হত্যা মামলাসহ মোট ১২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল।

রোববার রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা র‌্যাব সি‌পি‌সি কোম্পা‌নির র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাশ তালুকদার সন্ধ্যার পর তার কয়েকজন সহযোগীকে নিয়ে শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন।

পরে র‌্যাবের একটি অভিযানকারী দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

৮টি হত্যা মামলা, আরও চারটি অপরাধ মামলা

র‌্যাব জানায়, পলাশ তালুকদারের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে খুলনা, যশোর ও আশপাশের বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন।

চাঁদা না দিলে ভয়ভীতি, মারধর এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। এসব কারণে তিনি এলাকায় ‘চিংড়ি পলাশ’ নামে পরিচিতি পান।

আগেও গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফের সক্রিয়

২০২৪ সালের ২৯ ডিসেম্বর যৌথবাহিনীর হাতে স্ত্রীসহ আটক হয়েছিলেন পলাশ।

প্রায় চার মাস আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

খুলনার খালিশপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। নগরীর বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডেও পলাশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তার সহযোগীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি চিংড়ি পলাশ বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজি মামলা বিচারাধীন রয়েছে এবং এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত।