January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 22nd, 2021, 8:48 pm

খুলনার সাবেক এমপি সাহিদুর রহমান মারা গেছেন

জেলা প্রতিনিধি :

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমান আর নেই। রোববার (২২ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ আসর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, একাধিকবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন শেখ সাহিদুর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক জানিয়েছেন।