April 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 27th, 2025, 10:51 am

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ১৫ জন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছে পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১), এছাড়া ১০ জন আহত হয়েছে । এরা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকায় এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরম চোলের সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বর, তরিকুল মেম্বর, ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালায়।

এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয় রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বর, তরিকুল মেম্বর, সরকার পট পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরণ চলে গা ঢাকা দিয়ে আসছে এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।