খুলনায় একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় চার সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যাক্তিরা হলেন, সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), একজন নারী (৩৫) ও একজন পুরুষের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।
প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৬টায় ডোবার ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানির নিচ থেকে সিএনজি উদ্ধার করা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালানোর জন্য খুলনা-সাতক্ষীরা সড়ক চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিকাল ৬ টার পর সড়ক খুলে দেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত