January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 8:54 pm

খুলনায় বিস্ফোরক মামলায় মামুনুল হকের জামিন নামঞ্জুর : ২২ নভেম্বর সাক্ষ্য গ্রহণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খুলনার আদালতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ মামলায় আগামী ২২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এর আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এসব তথ্য জানান। মামুনুল হককে আদালতে আনার কারণে এ দিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ইসলামি কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আলমগীর কবীর বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন ২০১৫ সালের ২১ এপ্রিল মামুনুল হকসহ মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।