খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় সিম্ফনি মোবাইল কোম্পানির দুই কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খানজাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকার রহমান শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (৩০) ও একই থানার আটরা ডাক্তারবাড়ি এলাকার মৃত জরিপ কাতলীর ছেলে মো.আরজু আল চয়ন (২৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, খুলনা থেকে দৌলতপুরগামী মোটরসাইকেলকে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজন পড়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘এ ঘটনায় ওই কাভার্ড ভ্যানের চালক পালিয়েছেন। তবে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’
—ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল