January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 7:28 pm

খুলনায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৩

খুলনার কয়রায় হরিণ শিকারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার শিবসা নদীর মারকীরখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন বিভাগের কর্মকর্তারা।

এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ ধরার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দের দাবি করেন তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। আটকের পর তাদেরকে কয়রা উপজেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল কয়রার মারকীরখাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ পাইকগাছার ওই তিন চোরা শিকারিদের আটক করেছে।

এ ব্যাপারে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, হরিণ শিকারের বিভিন্ন মালামালসহ পাইকগাছার তিন চোরা শিকারিকে কয়রা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অপরাধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি