December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 27th, 2021, 12:54 pm

খুলনায় ২৪ ঘন্টায় করোনায় আরও ১৭ জনের মৃত‌্যু

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

খুলনায় সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে রোববার (২৭ জুন) সকাল ৮ টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।

খুলনার ১৩০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালের রেড জোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে রেড জোনে ৯৬ জন, আইসিইউতে রয়েছেন ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালো জোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।