খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে কারাগারের ভেতরে বাবু গ্রুপ ও শিমুল-কালা লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে তা হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।
কারাগার সূত্রে জানা যায়, প্রভাব বিস্তার ও গ্রুপিংকে কেন্দ্র করে চলা উত্তেজনার জেরে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষ চলাকালে বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সহিংসতা। এতে বেশ কয়েকজন বন্দি আহত হয়েছেন বলে জানা গেলেও, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের সামনে উপস্থিত হলেও তারা কারাগারের ভেতরে প্রবেশ করেননি। ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন জানান, বাবু ও লাভলু গ্রুপের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, এতে কয়েকজন বন্দি সামান্য আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, কারাগারে দুই মাদক ব্যবসায়ীর গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ