November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 20th, 2024, 7:23 pm

খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি:

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন  জেলা কার্যালয় কতৃক ১৯ নভেম্বর ২০২৪ তারিখ  ভোক্তা অধিকারের  ৮টি  টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয়  দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে দৌলতপুর থানার পাবলা এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান-কে ৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে মনিরামপুর  উপজেলার মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৩৩,০০০/- জমিমানা।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো নাজমুল হাসানের নেতৃত্বে তালা  উপজেলার সুরুলিয়া ও পাটকেলঘাটা  এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৩,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর  নেতৃত্বে সদর উপজেলার কলেজ মোড় ও কাজী নজরুল ইসলাম সড়ক এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান-কে ৬,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নিমতলা বাজার ও থানা রোড এলাকায়  অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

মেহেরপুর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার বামনপাড়া  ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ১,২০,০০০ /- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া  উপজেলার  দিঘলিযা বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৫,০০০ /- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে কচুয়া উপজেলার দেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৫,০০০ /- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।