April 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 28th, 2025, 11:20 am

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার

খুলনার প্রতিনিধি: খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মো. ফিরোজ সরকার বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি বরং এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের  কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ্ববিদ্যালের মধ্যে জলাদ্ধতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে জমি অধি গ্রহণ  করা যেতে পারে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকেই হাল ধরতে হয়। সুন্দর পরিবেশের একটি বিশ^বিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

রোববার (২৭ এপ্রিল) সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনারে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। খুলনা সিভিল সোসাইটি’র সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাস ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটি খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইমাম, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, বিশিষ্ট নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডেভােকট শেখ জাকিরুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি সৈয়দা রেহানা ঈসা, ক্যাবের সাধারণ সম্পাদক  নাজমুল আলম ডেভিট, প্রফেসর সিরাজুল ইসলাম, মো. রুস্তুম আলী, মো, আব্দুল মান্নান, সৈয়দ মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম, সেলিম বুলবুল, কবি ও সাহিত্যিক আবু আসলাম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আহাদ আদনান প্রমুখ। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও  সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।