মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে জামায়াত-শিবির মিছিল সহকারে আসতে শুরু করেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদেন দলটির নেতা-কর্মীরা। তাদের আগমনে নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ হাদিস পার্কের সমাবেশ বিকাল ৪ টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জামায়াত-শিবিরের মিছিল-স্লোগানে মুখরিত খুলনা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছিলেন
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
সমাবেশ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল প্রকার হত্যা,গুম, খুন ও আয়না ঘরের প্রতিষ্ঠাতা ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আজ তার পতন ঘটেছে বলে আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করি। গত ২০১০ সালের পর দীর্ঘদিন পর আজ আমরা খুলনা মহানগরীতে সমাবেশ করার সুযোগ পেয়েছি। তিনি বলেন বিগত ১৪ বছর ধরে আওয়ামী সরকার আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে বিনা কারণে আটক রেখেছে। তাকে অন্যায় ভাবে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। তাই তিনি অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আবেদন জানান তাকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেয়া হয়। তিনি আরোও বলেন শেখ হাসিনার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন সুষ্ঠু বিচার হয়নি। সেটা ছিল জুডিশিয়াল কিলিং। সে সময় যে সব বিচারক তাদের কথা শুনতো না তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আওয়ামী লীগ সরকারের কথা মত না চলায় ডিজিএফআই দ্বারা তাকে নির্যাতন করা হয়েছে। তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সম্পর্কে তিনি বলেন তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে রাষ্ট্রপতি চেয়ারে বসে আছেন।
এই আন্দোলনের অংশীদার আমরাও অন্য দলেরবনেতাকর্মীরা ছাড়া পেলেও আমাদের আজহারুল ইসলাম কেনো এখনো ছাড়া পেলো না।

সর্বপরি তিনি জামাত ইসলামের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে একত্র হয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্ত করার আহ্বান জানান। সমাবেশ শেষে পিকচার প্যালেস মোড় হয়ে, ডাকবাংলার মোড় হয়ে, ফেরি ঘাটের মোড় , পাওয়ার হাউজের মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে শিববাড়ির মোড়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামীর খুলনা অঞ্চলের পরিচালক মাওলান আবুল কালাম আজাদ, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন, খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ০১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ আবু ইউসুফ, খুলনা ০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম প্রমূখ।
আরও পড়ুন
ডাকাত সন্দেহে চার যুবককে পিটুনি, ছুরি-চাকু উদ্ধার
দুই অসহায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান
ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা