January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 2:11 pm

খুলনা রেলস্টেশনে ভাঙচুর: বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের সময় জেলার রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির প্রায় ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ বলেন, শনিবার রাতে খুলনা রেলওয়ে থানায় এফআইআর দায়ের করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগে শনিবার দুপুরে খুলনা রেলওয়ে স্টেশনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার কাঁচ ভেঙে দেয়।

স্টেশন মাস্টার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং স্টেশনের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের আরও দরজা-জানালা ভাঙচুর করে।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, পুলিশ কাউকে বাধা দেয়নি এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে।

—-ইউএনবি