December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 26th, 2024, 8:22 pm

খুলনা শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে শিববাড়িতে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের নেতাকর্মীর অবস্থান করছে। সকাল ১১ টায় তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী  তারা এ অবস্থান করছে । একই সাথে মঙ্গলবার সকাল ১১ টায় চিন্ময় প্রভূকে আটকের প্রতিবাদে খুলনা শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে সনাতনীদের হাজির হওয়ার কথা ছিলো কিন্তু তারা তাদের কর্মসূচি স্থান পরিবর্তন করে পিকচার প্লেজে নিয়ে গেছে এই মুহূর্তে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন শিববাড়ী মোড়ো অবস্থান করছে।

এই সময়ে ইসকনের কয়েকজন সদস্য আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা বলতে গেলে তারা কথা শুনতে নারাজ হয়। এসময়ে একটু ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ইস্কনের এক সদস্য ছাত্র আন্দোলনের এক মেয়ের শরীরে হাত দেয় এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা তাকে পুলিশের হাতে দেয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ী থেকে মিছিল অভিমুখে  ‌পিকচার প্যালেস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে আবারো শিববাড়ী এসে শেষ হয়।

মিছিলের ইসকন বিরোধী, ইসকন নিপাত যাক, আওয়ামী লীগের দালাল ইসকন, ভারত দালাল ভারত যাও বাংলাদেশকে গড়তে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।