খুলনার পিটিআই কমিউনিটি সেন্টারে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা সদর থানা ওলামা বিভাগের সভাপতি ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর এর সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ জাহিদুল হক এর পরিচালনায় সকাল ৮টায় এ সমাবেশ শুরু হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা মহানগরীর সেক্রেটারি জনাব এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলমা বিভাগের খুলনা মহানগরীর সেক্রেটারি বিশিষ্ট আলেম মাওলা মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিন খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান,
ওয়েজিন ও খুলনা মহানগরীর যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার, খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ডিএম নুরুল ইসলাম।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সদর থানার সহ সভাপতি ডাঃ মাওলানা মোঃ ইউনুস আলী, থানা সহকারী সেক্রেটারি মাওলানা ক্বারি মাহদি হাসান কাওসারী, থানা সমাজ কক্যাণ সম্পাদক মাওলানা মোঃ কাজি হারুনর রশীদ, থানা বায়তুল সম্পাদক মাওলানা ডাঃ মোঃ আব্দুল কাদের, সহকারী মাজলিসুল মুফাস্সিরিন সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, ২১ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা বায়জিদ হুসাইন,
২২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুহাদ্দিস আসাদুজ্জামান, ২৩ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ বিলালী, ২৪ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ নুর ইসলাম, ২৮ নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ২৯ নং ওয়ার্ডের সভাপতি ও সদর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শফিউল আজম, ৩০ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুর রহমান সাইফ, ২৪ নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মান্নান, ২৭ নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা মোঃ আলী নেওয়াজ খান, ২৮ নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ, ৩০ নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি এ্যাড জাহাঙ্গীর হুসাইন হেলাল তার বক্তব্যে বলেন, আগামীর নতুন ও ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়তে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন আলেমরা জাতীর কান্ডারী, তাই ইসলাম প্রতিষ্ঠিার কাজে তাদের দায়িত্বও অনেক বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলেমরা সমগ্র বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদকে ইসলাম প্রতিষ্ঠার দুর্গে পরিনত করবে ইনশাআল্লাহ। তাহলে এদেশে ইসলাম কায়েক করা আরো সহজ হবে যাবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত