December 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 11th, 2025, 7:33 pm

খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রক্ষার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা টানা ১৮ মাস ধরে বেতন না পাওয়ায় ত্রীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তত্ত্বাবধায়ক কার্যালয়ের অধীনে কর্মরত ১৪ জন এবং সিভিল সার্জনের দপ্তরের অধীনে নিয়োজিত আরও ৩২ জনসহ মোট ৪৬ জন আউটসোর্সিং কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল-“১৭ মাস বেতন নাই! পারিশ্রমিক চাই, ভিক্ষা নয়”, “হাইকোর্টের নির্দেশ উপেক্ষা কেন?”, “খুলনা ২৫০ শয্যা হাসপাতাল-জবাব চাই।”

মানববন্ধনে বক্তারা জানান, চলতি ডিসেম্বরসহ প্রায় দেড় বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। বেতন বিষয়ে এক অফিস আরেক অফিসের ওপর দায় চাপাচ্ছে। কর্মচারীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গাজী রফিকুল ইসলাম এবং প্রধানসহকারি কাম হিসাবরক্ষক তরিকুল ইসলাম গত ৬ মাস ধরে ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন দপ্তরে পাঠাননি। এর ফলে তাদের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া থমকে আছে।

কর্মচারীরা অভিযোগ করে আরও বলেন, ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালাসহ হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে ১০৭ জন নিয়োগের উদ্দেশ্যে টেন্ডার ডাকার ষড়যন্ত্র করছে। এমনকি কোনও টেন্ডার ছাড়াই গোপনে ৭ জনকে কাজে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। অথচ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুরনো কর্মীদের বাদ না দেওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে। গত ৭-৮ বছর ধরে অনেক কর্মচারী এ হাসপাতালে সেবা দিয়ে আসছেন জানিয়ে তারা বলেন, হঠাৎ করে ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত করার চেষ্টা চলছে। বেতন না পেয়ে কর্মচারীদের পরিবার-পরিজনকে নিয়ে তারা মানবিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো: মামুন হোসেন, মো: আব্দুর রহিম, শাহনাজ, মুর্শীদা, ছত্তার, মাছুম, কাদের, শাহীন, সেতু, এরাশাদ, রাজেশ, দেবাশীষ, আলম, সাধন, দিপংকর, পরিমল, নিপা, আব্দুল হালিম খাঁ, আশিক, ফারুক, জসিমসহ হাসপাতালে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীরা।