ইমরান, খুলনা:
আজ রবিবার সকাল ১১:৪৫ এর সময় খুলনা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ০৩ দিঘলিয়া খুলনা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফুলতলা থানা মামলায় হাজির করা হয়। হাজিরা শেষে দুপুর ১২:০০ টায় আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩ টি ও ফুলতলার ১ টি মামলায় কোটে তোলা হয়।
এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর স্লোগান দেয়।
আরও পড়ুন
খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪
গফ্ফারের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি-অন্যত্থায় খুলনা নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধের হুমকি
রংপুরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক আবাসিক প্রশিক্ষণ