ইমরান, খুলনা:
আজ রবিবার সকাল ১১:৪৫ এর সময় খুলনা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ০৩ দিঘলিয়া খুলনা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফুলতলা থানা মামলায় হাজির করা হয়। হাজিরা শেষে দুপুর ১২:০০ টায় আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩ টি ও ফুলতলার ১ টি মামলায় কোটে তোলা হয়।

এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর স্লোগান দেয়।

আরও পড়ুন
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
বিদ্যুতের ঘাটতি কমাতে কালীগঞ্জে নির্মিত হচ্ছে ইনডোর পাওয়ার গ্রিড