December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 5:42 pm

খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে আদালতে হাজির করা হয়

ইমরান, খুলনা:
আজ রবিবার সকাল ১১:৪৫ এর সময়  খুলনা ০৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ০৩ দিঘলিয়া খুলনা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফুলতলা থানা মামলায় হাজির করা হয়। হাজিরা শেষে দুপুর ১২:০০ টায়  আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।


সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩ টি ও ফুলতলার ১ টি মামলায় কোটে তোলা হয়।

এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর স্লোগান দেয়।