December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 13th, 2021, 7:47 pm

খুশি-ফিরোজ মানবিক স্কুল’এর উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকি পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে খুশি-ফিরোজ মানবিক স্কুল আজ বৃহষ্পতিবার স্কুল প্রাঙ্গনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার। মানবাধিকার গবেষক ফররুখ খসরু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু জাফর মোঃ টিপু, বিএম শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, শিক্ষক নেতা মুজিবুর রহমান, আমিনুল হক রাজু প্রমূখ।

বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

–প্রেস বিজ্ঞপ্তি