December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 8th, 2021, 7:40 pm

‘খেলাঘর’-এ একসঙ্গে তারা

অনলাইন ডেস্ক :

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাঁঝবাতি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন দেব ও পাওলি দাম। এটি পরিচালনা করেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। আবারো তাদের পরিচালনায় ‘খেলাঘর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেব-পাওলি। আর তাদের সঙ্গে যুক্ত হয়েছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেব বলেন, ‘পাওলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই দারুণ। সাঁঝাবাতিতে আমাদের জুটি খুব প্রশংসা পেয়েছিল। খেলাঘর সিনেমায় সাঁঝবাতির চাঁদু ও ফুলিকে নতুনভাবে খুঁজে পাবেন দর্শক।’২০০৯ সালে ‘দুজনে’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন শ্রাবন্তী-দেব। এরপর ‘শুধু তোমারই জন্য’, ‘বুনোহাঁস’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তারা। শ্রাবন্তীর প্রশংসা করে তৃণমূল সাংসদ দেব বলেন, ‘শ্রাবন্তী অসম্ভব ভালো একজন অভিনেত্রী। খেলাঘর সিনেমায় দর্শক একেবারে নতুন এক শ্রাবন্তীকে দেখতে পাবেন। লীনাদি ও শৈবালদার গল্পই এমন যে একবার শুনলেই ভালো লেগে যায়। এই সিনেমায় আমাদের তিনজনকেই দর্শক পছন্দ করবেন।’ বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি সম্পর্কের গল্প বলবেন লীনা-শৈবাল। আগামী দুই মাসের মধ্যে ‘খেলাঘর’ সিনেমার শুটিং শুরু হবে।