January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 8th, 2023, 8:45 pm

খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে আরও ৬ মাস

ব্যবসায়ীরা প্যাকেটজাত সয়াবিন তেলের শতভাগ বাজারজাত করার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সরকার আরও ৬ মাস খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, উক্ত ৬ মাসের পর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খোলা সয়াবিন তেলের বিপণন নিষিদ্ধ করার বিষয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করে। সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা জানান, তারা খোলা সয়াবিন তেলের বাজারজাতকরণ নিষিদ্ধ করার বিষয়ে একমত হলেও এখন তাদের সামর্থ্য অনুযায়ী শতভাগ প্যাকেটজাত সয়াবিন তেল বাজারজাত করতে প্রস্তুত নন।

সফিকুজ্জামান বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সচেতনতা তৈরি করে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করতে চাই।’

তিনি শতভাগ প্যাকেটজাত সয়াবিন তেল বাজারজাতকরণের সক্ষমতা অর্জনের বিস্তারিত পরিকল্পনাসহ ৭ দিনের মধ্যে কোম্পানিগুলোর কর্মপরিকল্পনা দিতে ব্যবসায়ীদের বলেন।

—ইউএনবি