July 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 5:20 pm

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দাপুটে নেতা মতিন গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দাপুটে নেতা আব্দুল মতিন অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য ড্যামি নির্বাচনের এমপি আসাদুজ্জামান বাবলুর একান্ত আস্থাভাজন প্রতিনিধি ও গঙ্গাচড়া ইউপি সদস্য। এছাড়া উপজেলা কাল্ব এর সভাপতি এবং গঙ্গাচড়া মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। পাকুরিয়া শরীফ উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত থাকলে ক্ষমতা ও সাংবাদিক পরিচয়ের দাপটে বিদ্যালয় ফাঁকি দিলেও হাজিরা একদিনে যেয়ে করত। দলীয় বিভিন্ন প্রোগ্রামে মাঠে সরব থাকা, থানা ও উপজেলা প্রশাসনে তার প্রভাব ছিল সব সময়। জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র-জনতাকে ঠেকানোর চেষ্টার কমতি ছিল না মতিনের। বিভিন্ন বিষয়ে থানায় তদবিরের সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে বানাত বিএনপি ও জামাতের লোক। আওয়ামী লীগের এ দাপটে নেতা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে যায়। হয় বিভিন্ন মামলার আসামি। তবে শেষ রক্ষা হলনা অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে রোববার দুপুরে তাকে উপজেলার পাকুরিয়া শরীফ এলাকা থেকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনর্চাজ আল এমরান জানান, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশ মোতাবেক আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

আব্দুল বারী স্বপন