গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপর দেড় টার দিকে গঙ্গাচড়া থানা পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুল মোত্তালেব গঙ্গাচড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ব্যাপক পরিচিত ও সক্রিয় নেতা। সে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার এলাকার মোস্তফা কামালের ছেলে। গঙ্গাচড়া থানাপাড়ায় বিয়ে করায় এবং স্ত্রীর কর্মস্থল গঙ্গাচড়ায় হওয়ায় মোত্তালেব থানাপাড়ায় দীর্ঘদিন থেকে বসবাস করছে এবং এখানে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আব্দুল মোত্তালেবসহ একটি মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করে আসছে। জননিরাপত্তার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে আব্দুল মোত্তালেবকে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
কয়রায় বেহাল সড়কে চলাচলে চরম দুর্ভোগ, চলাচলে বাড়ছে দূর্ঘটনা
বাংলাদেশে নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে : রংপুরে ব্যারিস্টার ফুয়াদ
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে করাবন্দীদের সভা