জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে ও উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রতিনিধি মাহফুজার রহমান, এসআই বুলবুল, বিএম কলেজের অধ্যক্ষ নুরননবী রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল জলিল, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সমাজসেবক আবুল হোসেন ফটিক, সাংবাদিক আলী আরিফ সরকার রিজু, নির্মল রায় প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
মেঘনায় জাহাজে ৭ খুন: যেভাবে ধরা পড়ে ‘একমাত্র’ খুনি