গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গর্ভনেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক প্রকল্প) এর আওতায় ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) এর আয়োজনে রোববার দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার প্রতিনিধি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম। উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য সমন্ধে ও বাস্তবায়নকারী সংস্থা সীড সমন্ধে উপস্থাপন করেন প্রকল্প (সীড-ইকুইপস প্রকল্প) সমন্বয়কারী আব্দুল জলিল। নাগরিক প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার (নাগরিক প্রকল্প) ফারজানা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঙ্গাচড়ার আহবায়ক সাংবাদিক আব্দুল বারী স্বপন, নাগরিক প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সহ-সভাপতি আজমিরা আক্তার, সদস্য রশিদুল ইসলাম। সভায় অংশগ্রহণকারীগণ উম্মুক্ত আলোচনা করেন। এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত