গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত আমাদের প্রতিদিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান, উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুননবী রানা, আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব রহমান, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিক বক্তব্য রাখেন। আমাদের প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক নির্মল রায়ের সঞ্চালনায় সভায় গঙ্গাচড়ায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যম যখন সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমাদের প্রতিদিন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সকল অপশক্তির বিরুদ্ধে
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্যদিয়ে আমাদের প্রতিদিন পাঠকের আরও আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০