May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 15th, 2025, 5:25 pm

গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের দু’টি সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে দু’দিনে দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বুধবার বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ের আলোকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ আরিফ মাহফুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান বকুল মিয়া, প্রধান শিক্ষক কমল কান্ত রায়, সাংবাদিক আব্দুল বারী স্বপন প্রমুখ। এছাড়া গত মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের আওতায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে উপজেলা পরিষদের ভূমিকা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানে মেডিকেল অফিসার, ওসির প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইসিটি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, সচেতন ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান দুটিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন মেহেজাবিন খাতুন, অফিসার-গর্ভমেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন, জননী প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ  ও মিজানুর রহমান, অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং।