July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 8:37 pm

গঙ্গাচড়ায় আলদাদপুর ছয়আনি এলাকায় শান্তির পরিবেশ বিরাজ করছে বাড়িঘর ভাঙচুরের মামলায় আটক ৫ জন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর ছয়আনি এলাকায় শান্তির পরিবেশ এখন বিরাজ করছে। ঘটনার দুদিনে মাথায় সরকারিভাবে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করে দেয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দেয়। তাদের পাশাপাশি বিএনপি, জামায়াতও পরনের কাপড় ও খাবার দেয়। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ যেয়ে সার্বক্ষনিক তদারকি করছেন। ফলে সেখানকার পরিবেশ শান্ত হয়ে আসে। এদিকে বাড়িঘর ভাঙচুর ঘটনায় সেখানের ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে মঙ্গলবার গঙ্গাচড়া মডেল থানায় অজ্ঞাতনামা ১ হাজার ২’শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় ওইদিন রাতে সিংগের গাড়ী এলাকায় যৌথবাহিনি অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ি মাঝাপাড়া গ্রামের লাভলু মিয়ার ছেলে ইয়াসিন আলী (২৫), একই উপজেলার মাগুরা ধনীপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোহাম্মদ স্বাধীন মিয়া (২৮) দক্ষিণ চাদখানা মাঝাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম(২৮) উত্তর সিংগের গাড়ি পাঠানপাড়া গ্রামের বাবুল খানের ছেলে এম এম আতিকুর রহমান আতিক(২৮) এবং সিঙ্গের গাড়ি চাওড়া পাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিকে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরাধের সাথে জড়িতদের সনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনার। তাদের সহযোগীতা করছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকারসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। ওসি আল এমরান জানান, এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে অপরাধের জড়িতদের গ্রেফতার করতে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। উল্লেখ্য যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কটূক্তি করে ফেসবুকে পোষ্ট দেয় বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি এলাকার বাসিন্দা সুজন কুমারের ছেলে রঞ্জন রায়। এনিয়ে আলোচনা সমালোচনার ঝর উঠলে পুলিশ রঞ্জন রায় (১৭) কে শনিবার রাতে বেতগাড়ী এলাকা থেকে আটক করে। নবীজিকে কটূক্তির জেরে আলদাদপুর এলাকার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিংগের গাড়ী এলাকার উত্তেজিত জনতা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরিস্থিতি শান্ত করতে দ্রুত সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলেন এবং যে অপরাধী তার আইন অনুযায়ী বিচার হবে বলে জানান। প্রতিশ্রুতি মোতাবেক ব্যবস্থা নেওয়ায় এখন আতঙ্ক কেটে গেছে ফিরেছে এসেছে শান্তির পরিবেশ। স্থানীয় লোকজন মনে করেন গঙ্গাচড়া উপজেলার ঘটনায় বাহিরের উপজেলার ফ্যাসিবাদ ও তাদের দোসররা পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে।

 

আব্দুল বারী স্বপন