জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনআইএলজির উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান।
প্রশিক্ষণ বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লিয়াকত আলী, আব্দুল্লাহ আল হাদী, মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুল মতিন অভি, বুলবুল হোসেন, ইউপি সচিব নুরুন্নবী। পরে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। প্রশিক্ষণে উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও সচিবগণ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার