জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) (সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। কলাগাছি সপ্রাবির সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।
আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সমাজসেবক আবুল হোসেন ফটিক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন, চেংমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল রায় প্রমূখ। আলোচনা শেষে উপজেলার ৯ টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ক্লাবের অংশগ্রহণকারী সকলকে উৎসাহ যোগাতে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
মেঘনায় জাহাজে ৭ খুন: যেভাবে ধরা পড়ে ‘একমাত্র’ খুনি