জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি পারন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপির সমন্বয়কারী ও প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন্নবী রানা, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞা প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২