August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 31st, 2025, 8:15 pm

গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীরা পেলেন এসইডিপি প্রকল্পের পুরস্কার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

এসএসসি-এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় রংপুরের গঙ্গাচড়ায় ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আমির আলী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। এর আগে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে এসএসসি পাশ শিক্ষার্থীদের ১০ হাজার এবং এইচএসসি পাশ শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে অর্থ দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ। উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ধনতলা আর ইউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব প্রধান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, সাউদপাড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ রোকনউজ্জামান, ধনতলা আর ইউ স্কুল এন্ড কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহফুজার রহমান, কৃতি শিক্ষার্থী সানজিদা খানম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

 

আব্দুল বারী স্বপন