জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর ভাঙনে বিলীন হয়েছে বাড়ি-ঘর ও আবাদী জমিসহ বাঁশ গাছ। ভাঙন এলাকার মানুষজন তাদের বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছে। ভিটে মাটি ও বাড়ি-ঘর হারিয়ে মানুষগুলো নিঃস্ব হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ঘাঘট নদীর বৃদ্ধি পায়। পানি কমানোর সাথে সাথে ঘাঘট নদীতে দেখা দেয় ভাঙন। উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলের হাট ব্রিজের দক্ষিণে দীঘলটারী গ্রামে গত কয়েকদিনের ভাঙনে আবাদি জমি, বাঁশ, গাছসহ কয়েকজনের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যায়।
ভাঙন কবলিত মালেক, তুহিন, তুলিব, আজিজুল ও তালেব জানান, তাদের ভিটেমাটি বাঁশ গাছসহ বাড়ি ঘাঘটের ভাঙনে শেষ। আমরা কোন রকম ভাঙাচুরা করে ঘর ও কিছু আসবাবপত্র সরিয়ে নিয়েছি। ঘাঘটের ভাঙনে আমাদের সাংসারিক অবস্থার পরিবর্তন করে দিলো। তাদেরমত আর কেউ যেন নিঃস্ব না হয় এজন্য তারা দ্রুত ভাঙন রোধের দাবি জানান। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সরকারি কাজে ঢাকায় থাকায় তার পক্ষে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) (সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) নয়ন কুমার সাহা বলেন, ইউএনও স্যার আসলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়া ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে জানানো হবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
মেঘনায় জাহাজে ৭ খুন: যেভাবে ধরা পড়ে ‘একমাত্র’ খুনি