October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 7:17 pm

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ি মেরামতে ও রাস্তায় গাছপালা সরাতে কাজ করলো জামায়াতে ইসলামী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলার আলমবিদিত ও নোহালী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত, রাস্তা-ঘাট, গাছপালা সরিয়ে দেয়ার কাজ সোমবার সকাল ৯ টা থেকে শেষ বিকাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে। এছাড়া তারা ১৫০০ জনের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করেন। এ সময় সার্বক্ষণিক উপস্থিত কাজের তদারকি ও লোকজনের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০১ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শ্রমিক নেতা মাওলানা ওবায়দুর রহমান, আলমবিদিতর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সামিউল ইসলাম, সেক্রেটারি মোত্তালিব হোসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।