গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা লক্ষীটারী ইউনিয়নের তিস্তার তীরবর্তী এলাকায় চীনের উপহারের আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে গঙ্গাচড়া উপজেলাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ। মহিপুর তিস্তা সেতুতে শনিবার বিকাল ৩ টা হতে আড়াই ঘন্টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ মানুষজন ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, টিম জিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। মানববন্ধনে হাসপাতাল স্থাপনের যৌক্তিক দাবি তুলে ধরে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতের মহানগর শাখার সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর জেলার সাবেক নায়েবি আমীর অধ্যক্ষ আব্দুল গণি, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বড়বিল ইউপি চেয়ারম্যান সামসুল আলম, গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আল ইমরান, এনসিপির সদস্য রিফাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে উপজেলা সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ফসিউল আলম, টিম জিয়নের প্রতিনিধি মিজানুর রহমান লুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল প্রমুখ। উল্লেখ্য যে, চীন সরকার বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস চীনের দেওয়া উপহারের হাসপাতালটি রংপুর বিভাগে স্থাপনের ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে গত ১৫ এপ্রিল হাসপাতাল স্থাপনের প্রকল্পের প্রতিনিধি ও রংপুর জেলা প্রশাসক গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুর তীরবর্তী এলকায় হাসপাতাল স্থাপনের জন্য সরকারি জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনের পর থেকে তিস্তা উন্নয়ন ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষজন দাবি করে আসছে তারই প্রেক্ষিতে মানববন্ধনের আয়োজন করে।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত