October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 6:46 pm

গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় বুধবার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার। তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুর বাসার,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, শিক্ষা কর্মকর্তা সায়লা সাইদ, আইসিটি কর্মকর্তা রুবেল মিয়া, দি হাঙ্গার প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী সামসুদ্দিন প্রমূখ। সভায় অতিথিবৃন্দ বলেন, কন্যাশিশুসহ সকল শিশুদের পারিবারিক ভাবে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও অধিকারের বিষয়টি গুরুত্ব দিতে হবে এবং কন্যা শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সকলকেই কাজ করতে হবে।  আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‌র‍্যালি ও আলোচনা সভায় নাগরিক প্লাটফর্মের আহবায়ক আব্দুল বারী স্বপন, সদস্য সুজন আহম্মেদসহ

শিক্ষার্থী, নারীনেত্রী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।