গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ও প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, র্যালি ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। বুধবার প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ নাজনীন ও উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. ইউসুফ আলী। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, ওসি আল এমরান, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সফল খামারি আনজুমারা বেগম মিনি, মাহফুজ শাহ প্রমুখ। এসময় মেডিকেল অফিসার ডা. কেরামত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, অধ্যক্ষ নুরুন্নবী রানা, খেলাফত মজলিসের রংপুর -১ আসনের মনোনীত প্রার্থী মমিনুর রহমান ,ইসলামী আন্দোলনের উপজেলার সেক্রেটারী ইউনুস আলীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন খামারি, শিক্ষার্থী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করা সম্ভব। এ প্রদর্শনী খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ