জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংয়ে বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উপজেলা মাল্টিপারপাস হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান বাবলু। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ প্রমুখ। এ সময় অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব সুলতান সালাহ উদ্দিন, জনাব নাজমুল হুদা, জনাব খায়রুল ইসলাম, জনাব আলী ইমরান, জনাব নাসরিন আক্তার, জনাব শাহনাজ পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়