গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র (১৮-২৪ আগস্ট) সোমবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মৎস্য চাষী মাহফুজ শাহ, আফছার আলী প্রমূখ। সভায় সফল মৎস্য চাষীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট