জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস বুধবার (১ নভেম্বর) উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান। সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার জনি রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডাসের নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি ফারুক হোসেন, আত্মকর্মী অমল চন্দ্র সরকার, মোবাশ্বিরীনা কৃপা প্রমূখ। আলোচনা পর অতিথিবৃন্দ যুব ঋণের চেক বিতরণ করেন।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি