November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 7:55 pm

গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য ‌র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা মাল্টিপারপাসে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, কাল্ব এর সভাপতি আখেরুজ্জামান মিলন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, নাগরিক ঐক্যের উপজেলা সভাপতি আব্দুল মজিদ মিঞা, গঙ্গাচড়া ভূটকা সমবায় সমিতির সদস্য সুজন আহম্মেদ ও জোনাকি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি সোবহানা বেগম প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিচালক জীবন মিঞা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড শুধু সমবায় নয়, সমবায় হলো সামাজিক ঐক্য ও উন্নয়নের প্রতীক। গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি যা কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় এগিয়ে নিতে হবে। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।