জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, ওসি (তদন্ত) মমতাজুল হক। বিষয়ের আলোকে উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস।
আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, ইউপি সদস্য আজাহার আলী প্রমূখ। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি চেয়ারম্যানদেরকে উপজেলা প্রশাসন কর্তৃক একটি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা নির্দেশিকা দেওয়া হয়।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা