April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 8th, 2025, 12:17 pm

গঙ্গাচড়ায় তিস্তায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু শিক্ষার্থীর নাম মাহিম (১৪)। সে গঙ্গাচড়া বাজার এলাকার মধ্যপাড়ার লুৎফর রহমানের ৩ সন্তানের মধ্যে ১ম সন্তান।
এলাকা বাসী জানায়, মাহিম তার বন্ধুর সাথে বাড়ির পাশের সোমবার ১১ টার দিকে মাঠে ফুটবল খেলে সকল বন্ধু মিলে অটোরিকশা যোগে মহিপুরে তিস্তা নদী গোসল করতে যায়। তিস্তায় ব্রিজের পাশে পানিতে গোসল করতে সকল বন্ধু নামে। এ কেউ মোবাইলে ছবি তুল ছিলো। মাহিম সাঁতার জানতো না, তাই সে নিজের ইচ্ছামত গোসল করছিলো। অন্যান্য বন্ধুরা যখন গোসলের আনন্দের ফাঁকে দেখতে পায় ফাহিম নাই। তখন তারা মাহিমকে খোঁজতে থাকে। ব্রিজের ২য় পিলারের পাশে মাহিমকে পানির নেচে দেখতে পেয়ে তাকে তারা উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মাহিমের বন্ধু মিফতাহুল, রায়হান জানায়, আমরা ফুটবল খেলা শেষে অটোরিকশায় তিস্তা নদীতে সব বন্ধু  গোসল করতে যাই। তিস্তায় ব্রিজের পাশে সবাই গোসল করতে নেমে কেউ এদিক সেদিক হয়ে ছবি তুলছিলাম। মাহিম সাঁতার না জানায় সে পিলারের পাশে গোসল করছিলো। গোসলের একটু পরে দেখি মাহিম নাই। তাকে সবাই পানিতে খোঁজতে থাকি। খোঁজার এক পর্যায় ১ম পিলারের কাছে গোসল করতে নামলেও তাকে ২য় পিলারের পাশে পানির নিচে অচেতন অবস্থায় পাই। তাকে পানিতে থেকে তুলে মাহিমের বাড়িতে সংবাদ দিয়ে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু হয়েছে বলে জানায়। ছেলের অকাল মৃত্যুতে মাহিমের বাবা-মা বাকরূদ্ধ।