জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে দলীয় মনোনীতসহ ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিকেল ৪ টা পর্যন্ত গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ তামান্না’র নিকট বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীগণ এসব মনোনয়ন পত্র দাখিল করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি মনোনীত প্রাথী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান, তৃণমূল বিএনপির মনোনিত প্রাথী বদরুদ্দোজা চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সবুজ মিয়া, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস এর শ্যামলী রায় , ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান।
এছাড়াও মন্জুম আলী, শাহিনুর আলম, মোশাররফ হোসেন প্রমুখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা যাচাই বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহন করা হবে।
আরও পড়ুন
দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম: আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত