August 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 27th, 2025, 6:15 pm

গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে ২২ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার নির্দেশনায় ও রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রয়, বালাইনাশক দোকানে গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গঙ্গাচড়া ইউনিয়নের কুড়িয়ার মোড়ে আজম ট্রেডার্স এর ১২ হাজার টাকা ও বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে মেসার্স মা-বাবার দোয়া সার ঘরের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম। এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

আব্দুল বারী স্বপন