গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সারা দেশে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এলডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) গণ তাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের ১ দফা ১ দাবিতে মঙ্গলবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলায় পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন কালে তারা জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তারা আরও ধারাবাহিক কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করবে। এরই মধ্যে নভেম্বর মাসের মাসিক রিপোর্ট প্রদান ও সেবা সপ্তাহ (৬-১১) ডিসেম্বর-২৫ বর্জন করেছে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন গঙ্গাচড়া পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এলডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) গণ।

আরও পড়ুন
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান,সিলগালাসহ ৪ লাখ টাকা জরিমানা
গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন